ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মায় পাথর বোঝাই ট্রলারডুবি, ৪ শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
পদ্মায় পাথর বোঝাই ট্রলারডুবি, ৪ শ্রমিক নিখোঁজ

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর অন্তরমোড় এলাকায় পাথর বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনার পর থেকে ওই ট্রলারের কেবিনে থাকা চার শ্রমিক নিখোঁজ হন। 

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান চালাচ্ছে।

নিখোঁজ শ্রমিকেরা হলেন- সিরাজগঞ্জ জেলার রূপবাটি সনোশা গ্রামের আবুল শেখের ছেলে আব্দুল শেখ (২৬), শাহজাহান শেখের ছেলে নুর জামান শেখ (২৭), আমজাদ আলীর ছেলে আলামিন সেখ (২৫), আলতাফ সেখের ছেলে ফারুখ প্রামাণিক (৩০)।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে পাথর বোঝাই একটি টলার কাজীরহাট থেকে রাজবাড়ীর গোদার বাজারের উদ্দেশে যাচ্ছিল। অন্তরমোড় এলাকায় পৌঁছালে ট্রলারটির তলা ফেটে ডুরে যায়। তখন ওই ট্রলারে থাকা ১০ জন শ্রমিকের মধ্যে ছয় জন সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন শ্রমিক নিখোঁজ হয়। খবর পেয়ে শুক্রবার দুপুরে অভিযানে নামে ফায়ার সার্ভিস কর্মীরা। শনিবার দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।