ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কার্টন কারখানায় আগুন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আশুলিয়ায় কার্টন কারখানায় আগুন আশুলিয়ায় কার্টুন কারখানায় আগুন

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি টিনশেড কার্টন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার রণস্থল এলাকায় একতা বোর্ড মিল কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার ওহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আশুলিয়ার রণস্থল এলাকায় একটি কার্টন কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভানোর কাজ এখনো চলছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়:  ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।