বুধবার (১ জানুয়ারি) রাজধানীর বারিধারা, বনানী, ধানমন্ডি এবং শাহবাগসহ বেশ কয়েকটি স্থান ঘুরে এ চিত্র দেখা যায়।
বাংলাদেশের উৎপাদন হলেও থাইল্যান্ডের বলে প্রতিটি গোলাপ বিক্রি করতে দেখা যায় ৮০ টাকা।
গোলাপের দাম এত বেশি কেন জানতে চাইলে শাহবাগের ফুল বিক্রেতা নূর হোসেন বাংলানিউজকে জানান, ফুলের ব্যবসা বছরের কয়েকটি দিন হয়। ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ, একুশে ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস এবং নববর্ষের দিন। তাই এ সময় গোলাপের চাহিদা ও দাম দুটোই বেশি থাকে।
ফুল বিক্রয় কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বেচাবিক্রি ভালোই। তবে আশা ছিল, আরও ভালো হবে। এখনও সময় আছে, দেখা যাক সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ বিক্রয় হবে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
আরকেআর/ওএইচ/