ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমা কেন্দ্রিক যানজট বিমানবন্দর সড়কে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
ইজতেমা কেন্দ্রিক যানজট বিমানবন্দর সড়কে

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে গাড়ির দীর্ঘ জটলা তৈরি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছে যানবাহনের চাপ।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল থেকেই বনানী থেকে বিমানবন্দর-উত্তরা সড়কে যানবাহনের দীর্ঘ জট লক্ষ্য করা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বলছে, ইজতেমা ঘিরে সারা দেশ থেকে মানুষজন আসতে শুরু করেছে।

এ বাড়তি যানবাহনের চাপ পড়েছে রাজধানীতে।

ভুক্তভোগীদের কয়েকজন জানান, সকাল থেকে বনানী-বিমানবন্দর সড়কে তীব্র যানজট শুরু হয়েছে। খুবই ধীর গতিতে গাড়ি চলাচল করছে। এর ফলে বনানী ফ্লাইওভার হয়ে মিরপুর সড়কেও যানজট ছড়িয়ে পড়েছে।

ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাইফুল হক বাংলানিউজকে বলেন, ইজতেমা উপলক্ষে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। এর ফলে উত্তরা-বিমানবন্দর সড়কে যান চলাচলে ধীরগতি রয়েছে। তবে এ অবস্থা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বাড়তি সদস্য দায়িত্ব পালন করছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।