ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে আটক ১

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
আশুলিয়ায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে আটক ১

আশুলিয়া (সাভার): সাভারের আশুলিয়ার গকুল নগর এলাকায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা দুই তলা ভবন থেকে এক নারীকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। 

সোমবার (১৩ জানুযারি) রাত ৭টার দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রিজাউল হক দিপু।  

এর আগে, রোববার (১২ জানুযারি) বিকেল ৫টা থেকে গকুল নগর বাজারের পাশে আক্তার হোসেনের বাড়িটি ঘিরে রাখা হয়।

 

জানা গেছে, ১ বছর ধরে দুই তলা ওই বাড়িটি নির্মাণ করা হয়। জানুয়ারির প্রথম দিকে এক দম্পতি বাড়িটি ভাড়া নিয়েছেন।  

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রিজাউল হক দিপু বাংলানিউজকে বলেন, জঙ্গি সন্দেহে আমরা বিকেল থেকে এই বাড়িটিতে অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত এক নারীকে আটক করতে পরেছি। ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

** আশুলিয়ায় একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট 

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।