ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় দোকানদার মোয়াজ্জেম দেওয়ান হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে চারজন আসামির উপস্থিতিতে মুন্সীগঞ্জ সিনিয়র দায়রা জজ হোসনে আরা বেগম এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আল আমিন শেখ, শাহজাহান ভূঁইয়া, খোরশেদ আলম, মাসুম সরদার, শামীম শেখ, আল মামুন মোল্লা ও আ. রাজ্জাক ওরফে জাক্কা।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আ. মতিন জানান, এ মামলায় সাত আসামিকে যাবজ্জীবন ও প্রত্যেক আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। অভিযোগ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ ১৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন। এ মামলায় তিনজন আসামি পলাতক রয়েছেন।  

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ আগস্ট রাতে মোয়াজ্জেম দেওয়ান দোকান বন্ধ করে একটি ব্যাগে দেড় লাখ টাকা, পাঁচটি মোবাইল ফোন ও প্রেসার মাপার যন্ত্র ইত্যাদি নিয়ে বাড়িতে ফিরছিল। পথে উপজেলার কান্দাপাড়া এলাকায় আসামি শাহজাহান ও মাসুম মোয়াজ্জেমের মাথায় আঘাত করেন। তখন মোয়াজ্জেম মাটিয়ে লুটিয়ে পড়লে তার বুকের ওপর আ. রাজ্জাক ওরফে জাক্কা উঠে পড়ে এবং গাছের পাশ থেকে আসামি শামীম, আল মামুন, খোরশেদ ও আল আমিন এসে তাকে চেপে ধরে। এরপর আসামি আল মামুন ধারালো অস্ত্র দিয়ে মোয়াজ্জেমকে গলা কেটে হত্যা করেন।

পরে স্থানীয়রা মোয়াজ্জমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন মোয়াজ্জেমের বাবা টংগিবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।