ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ৭ প্রকল্পের উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
নবাবগঞ্জে ৭ প্রকল্পের উদ্বোধন

নবাবগঞ্জ ( ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ৭ টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে বিকেল ২ টা পর্যন্ত প্রকল্পগুলো উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।  

বাস্তবায়িত প্রকল্পগুলো হলো- আমিরপুর আনোয়ারের বাড়ি থেকে বাবুলের বাড়ি পর্যন্ত আরসিসি দিয়ে রাস্তা উন্নয়ন কাজ, রাজপাড়া কার্পেটিং রাস্তা থেকে নাসিরের বাড়ি পর্যন্ত আরসিসি দিয়ে রাস্তা উন্নয়ন, কলাকোপা হাজিবাড়ি থেকে খাশনুর বাড়ি পর্যন্ত আরসিসি দিয়ে রাস্তা উন্নয়ন, বর্দ্ধনপাড়া বাজার জামে মসজিদ উন্নয়ন, দিঘিরপাড় শ্যামলীদের বাড়ি থেকে ফায়জুল করিমের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, বলমন্তচর আলনূর জামে মসজিদ থেকে নদীরপাড় পর্যন্ত রাস্তাসহ ড্রেন নির্মাণ ও সমসাবাদ কওমী মাদ্রাসা থেকে বুলবুলের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ প্রকল্প।

 

উদ্বোধনকালে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, দোহার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জু মোল্লা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, সদস্য ওয়াহিদুজ্জামান রনি, জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী আব্দুল মোতালেব, বক্সনগর ইউপির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, বাহ্রা ইউপির সাবেক চেয়ারম্যান মো. সুবেদুজ্জামান সুবেদ, আওয়ামী লীগ নেতা- নুরুল ইসলাম খোকা, সুরুজ মোল্লা, শেখ শাহাবুদ্দিন, বেলাল মোল্লা, সালাম সিকদার, কাওসার খালাসী, রিপন ভুইয়া, শেখ আজাদ, আবুল কালাম, নুরুল ইসলাম, জসিম উদ্দীন, জালাল উদ্দীন রুমি, মিজানুর রহমান গুলু, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার মো. রাকিব, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রনি, শেখ রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।