ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সঞ্চয় সপ্তাহ উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
সঞ্চয় সপ্তাহ উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা

বরিশাল: ‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ প্রতিপাদ্যে বরিশালে সঞ্চয় ব্যুরো অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সঞ্চয় সপ্তাহ উপলক্ষে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় নগরের আশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে সার্কিট হাউসে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক সামিনা পারভিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া, সঞ্চয় ব্যুরোর উপ-পরিচালক আবু তালহা।  

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া তার বক্তব্যে বলেন, সঞ্চয় করলে আপনারা লাভবান হবেন। সে সঙ্গে দেশও লাভবান হবে। আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে রাখলে, আপনারা দুঃ সময়ে সঞ্চয়ের সেই অর্থ কাজে লাগাতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।