ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হজে লোক পাঠানোর নামে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
হজে লোক পাঠানোর নামে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হজে লোক পাঠানোর নামে প্রতারণার প্রতারক চক্রের মূল হোতা শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) ভুলতা গাউসিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাখাওয়াত হোসেন মুড়াপাড়া ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান জানান, শাখাওয়াত হোসেন হজ্বে লোক পাঠানোর কথা বলে এবং বিভিন্ন লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত জাল জালিয়াতি করে মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ধরনের প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়।  

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ভুলতা গাউসিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক শাখাওয়াত হোসেনকে আব্দুল হক সুপার মার্কেটের তানহা লেদার্স নামক এক জুতার দোকানে আত্মগোপন করেন। পরে জুতার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।