ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
কামারখন্দে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে জরিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। জরিনা উপজেলার চর ধোপাকান্দি গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী।

জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রহমান বাংলানিউজকে জানান, কামারখন্দ মহিলা কলেজের কাছে হেঁটে রেল লাইন পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এসময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হাসেম বাংলানিউকে জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ওই বৃদ্ধার মরদেহ নিয়ে গেছে তার স্বজনরা।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।