ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জ পাসপোর্ট অফিসে অভিযানে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
না’গঞ্জ পাসপোর্ট অফিসে অভিযানে আটক ৪ আটকরা সিআইডির হেফাজতে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে প্রায় শতাধিক পাসপোর্টসহ চার দালালকে আটক করেছে জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সিআইডির সহকারী পুলিশ সুপার হারুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটক চারজন হলেন- মনির হোসেন (৩৫), রাশেদ (৩২), রিফাত (২০) ও জুনায়েদ আহমেদ জনি (২৮)।

অভিযানকালে আটকদের কাছ থেকে ৮৮টি পাসপোর্ট, তিনটি জাতীয় পরিচয় (এনআইডি), ৬০৫টি পাসপোর্টের ডেলিভারি চালান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রথম শ্রেণির কর্মকর্তাদের ১০টি ভুয়া সিল উদ্ধার করা হয়।

সিআইডি পুলিশের নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হারুনুর রশিদ বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।