ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ভটভটির ধাক্কায় পথচারীর মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
পুঠিয়ায় ভটভটির ধাক্কায় পথচারীর মৃত্যু 

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর বাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটির ধাক্কায় মুনসুর আলী (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আলী একই উপজেলার বিড়ালদহ পশ্চিমপাড়া গ্রামের মৃত তারু মণ্ডলের ছেলে।

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানিউজকে জানান, দুপুরে গরু বোঝাই একটি ভটভটি রাজশাহী সিটি হাটের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় রাস্তা পারাপারের সময় আলীকে ধাক্কা দেয় ভটভটিটি। এতে গুরুতর আহত হন আলী। এ অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুঠিয়া থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।