ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই পুলিশে যোগ দিয়েছি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই পুলিশে যোগ দিয়েছি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম বলেছেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই পুলিশে যোগ দিয়েছি।এ যুদ্ধ চলছে এবং চলবেই।শিক্ষা জীবনে মাদকের কারণে অনেক মেধাবী বন্ধুদের ধ্বংস হয়ে যেতে দেখেছি। তখন থেকেই পুলিশে আসার চিন্তা করেছি। 

সোমবার (২০ জানুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, মাদকবিক্রেতাদের বিরুদ্ধে সঠিক ও নিরপেক্ষ তথ্য দিন কাজ করার দায়িত্ব আমার।

যারা মাদক বিক্রি করবে তাদের প্রতি আমরা ততটাই নির্মম হবো।  

এসপি বলেন, পুলিশের কোনো কর্মকর্তা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  
ইভটিজিংসহ নারীর প্রতি সব রকম সহিংসতারোধে কাজ করবে পুলিশ।  

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, হেলাল আহম্মেদ, আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।