ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে নিষিদ্ধ পলিথিনসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
মোহাম্মদপুরে নিষিদ্ধ পলিথিনসহ আটক ২

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ১০ হাজার ১৮০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । 

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে র‌্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনসহ তাদের আটক করে।

আটক দুইজন হলেন- আজাদ (৩৫) ও রাজেদুল (৩৫)।

র‌্যাব-২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিদ বাংলানিউজকে জানান, আইনানুযায়ী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, মজুত, বাজারজাত, বিক্রি বা বিক্রির জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশে পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানসহ ১০ হাজার ১৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। এসময় এর সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়:  ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমএমআই/ এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।