ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ৩

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
কেরানীগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ৩

সাভার (ঢাকা): কেরানীগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন।  

সোমবার (২১ জানুযারি) বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের কদমতলিতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা বর্তমানে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। আসলাম খান (৫০) নামের মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তি কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বেল্লা গ্রামের রুস্তম খানের ছেলে।  

এনাম মেডিক্যালের জুনিয়র অ্যাডিমশন অফিসার কৃষ্ণ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ৭ জন ভর্তি হন। পরবর্তী সময়ে মোটরসাইকেল আরোহীসহ তাদের মধ্যে থেকে ৩ জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে।  

 

বাংলাদেশ সময়: আপডেট ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।