পুলিশ শ্রমিকদের ছত্র ভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের ভজনপুর এলাকায় অঘোষিতভাবে এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মাটিকাটা ও পাথর উত্তোলনকারী শ্রমিকরা।
এসময় বিক্ষোভকারীরা পুলিশের ২টি গাড়ি ও র্যাবের ১টি গাড়ি ভাঙচুর করলে তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে করে প্রায় ৫ ঘণ্টা উত্তেজনা বিরাজ করে পুরো উপজেলায়। সকাল থেকেই ভজনপুর এলাকার সব দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে।
এদিকে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী বাংলানিউজকে বলেন, আমরা প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরিস্থিতি সামাল দিতে আমাদের এক পর্যায়ে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে। এ ঘটনায় ৮ জন পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
আরএ