রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওই শো-রুম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা । পরে তারা রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে খবর দেয়।
স্থানীয়দের ধারণা, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, আগুনে অজ্ঞাতপরিচয় একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শো-রুমের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন তাদের মোট চারটি ইউনিট শো-রুমে ডাম্পিংয়ের কাজ শুরু করেছে। আগুন পুরোপুরিভাবে নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এসএস/এএটি