ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে জুয়ার আসর থেকে আটক ২৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
রাজশাহীতে জুয়ার আসর থেকে আটক ২৬ জব্দ করা মোবাইল ফোন ও টাকা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরীর শিরোইলের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ২৬ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে মহানগরীর শিরোইলের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ২৬ জনকে আটক করা হয়েছে।

এ সময় সেখান থেকে নগদ দুই লাখ ১২ হাজার ৮০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- রাজশাহী মহানগরীর মিয়াপাড়া এলাকার রফিকুল ইসলাম বাবু (৪৬), শিরোইল স্টেশনপাড়া এলাকার উজ্জল হোসেন (৩২), সেলিম রেজা বিশু (৩২), শিরোইলের মোল্লামিল এলাকার শফিকুল ইসলাম (৪২), সেন্টু মণ্ডল (২৩), উপশহর এলাকার আবু হেনা মোস্তফা কামাল (৪৭), রাজারাহাতা এলাকার কাজী ছোটন (৪২), গণকপাড়া এলাকার মমিনুর রহমান (৪০), শিরোইল এলাকার আলমগীর হোসেন (৩০), বিহারী কলোনী এলাকার ফরমান আলী (৪০), আব্দুল ওয়াদুদ (৩৮), জাহাঙ্গীর হোসেন (৩৫), হাজরাপুকুর এলাকার সুমন শেখ (২৬), শাহিন হোসেন (৩৬), তছলিম উদ্দিন (৪৩), আবুল কালাম আজাদ (৩৫), মুক্তার হোসেন মুক্তা (৩২), জাহাঙ্গীর হোসেন (৪০), নিউকলোনি এলাকার আজিজুর রহমান (৩৩), কাউসার আলী (৪৫), নারিকেলবাড়িয়া এলাকার নুর ইসলাম (২৮), আসাম কলোনি এলাকার খোকন (৪৩), শাহাদৎ হোসেন সাধু (২২), কাটাখালি এলাকার আরাফাত আলী (২৮), রাণীনগর এলাকার সুকুমার (২৮) ও নওগাঁ জেলার নাপিতপাড়া এলাকার দিপক কুমার সরকার (৩৫)।

জিজ্ঞাসাবাদ শেষে সকালে আটক জুয়ারিদের মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়েছেন মোটর শ্রমিক নেতারা। তারা এ জুয়ার আসর থেকে অবৈধভাবে অর্থ উপার্জন করেন বলেও অভিযোগ করেন তারা। এ নিয়ে এর আগেও গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও কখনো অভিযান চালায়নি পুলিশ। তবে শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৬ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।