ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাস্কের দাম বেশি নিলেই জানান ০১৯৭৭০০৮০৭১ এই নম্বরে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
মাস্কের দাম বেশি নিলেই জানান ০১৯৭৭০০৮০৭১ এই নম্বরে

ঢাকা: দেশে করোনা ভাইরাস সংক্রমণের খবর ছড়াতেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রভৃতি পণ্যের দাম অযাচিতভাবে বাড়িয়ে দিয়েছেন। ২০ টাকার মাস্ক বিক্রি করা হচ্ছে ১০০ টাকাও। তাই ভোক্তাদের সচেতনতায় একটি বিবৃতি দিয়েছে ভোক্তা অভিযোগ কেন্দ্র।

এ বিষয়ে সোচ্চার সরকারি এ প্রতিষ্ঠানটি।  

ভোক্তা অভিযোগের ফেসবুক পেজে জানানো হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে মানুষ যখন মাস্ক কিনতে উদ্বুদ্ধ হচ্ছে, ঠিক তখনই একদল অসাধু ব্যবসায়ী চড়া দামে তা কিনতে সবাইকে বাধ্য করছে।

এর বিরুদ্ধে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‘মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো পণ্যের গায়ের দামের বেশি চাইলে রশিদ সংরক্ষণ করুন এবং আমাদের অবহিত করুন এই ০১৯৭৭ ০০৮০৭১ নম্বরে। ’

‘ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তিতে বিনা খরচে আমরা আপনাকে সব ধরনের সহায়তা করবো। অভিযোগ প্রমাণীত হলে আপনি পাবেন জরিমানার ২৫ শতাংশ অর্থ। ’

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।