বুধবার (১১ মার্চ) দুপুরে নগর ভবনের সিটি হলের সভাকক্ষে ‘করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়’ বিষয়ে রাসিক কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে অবহিতকরণ সভায় এ আহ্বান জানান মেয়র।
মেয়র লিটন বলেন, করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
এ সময় মেয়র করোনার ব্যাপারে মানুষকে সচেতন করতে কাউন্সিল ও কর্মকর্তা-কর্মচারীদের দিক-নির্দেশনা দেন।
ভাইরাস কিভাবে ছড়ায়, লক্ষণ এবং প্রতিরোধের উপায়গুলো সভায় প্রেজেন্টেশন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
এসময় সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসএস/ওএইচ/