ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গাছচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
রাজশাহীতে গাছচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর 

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় গাছচাপা পড়ে মো. রিমন (২৪) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক আরোহী।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার যোগিপাড়া ইউনিয়নের কাতিলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. রিমন ঝিকরা ইউনিয়নের রনশিবাড়ি গ্রামের বাসিন্দা।

আহত একই ইউনিয়নের বিকাশ চন্দ্র রায়। তাকে গুরুতর আহত অবস্থায় বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রিমন এবং বিকাশ যোগিপাড়া ইউনিয়নের মীরকুৎসায় মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।  

ইউনিয়নের কাতিলায় আজাহার আলী নামে এক ব্যক্তি রাস্তার পাশে থাকা একটি আম গাছ কাটছিলেন। তারা মোটরসাইকেলে করে নিয়ে বাড়ি ফেরার পথে ওই সড়ক অতিক্রম করার সময় আম গাছটি তাদের গায়ে পড়ে।  

এতে ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন বিকাশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য (১৯ মার্চ) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে  পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।