শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সারাদেশে হোম কোয়ারেন্টিনে এসেছেন ৩ হাজার ৩৯৬ জন।
আইইডিসিআরের তথ্য উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে এ পর্যন্ত ৪৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে চারজনের।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত সর্বমোট ১৪৭ জন আইসোলেশনে ছিলেন। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১০৭ জন। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে আছেন ৪০ জন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫০ জন।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
পিএস/এমআরএ