ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হোম কোয়ারেন্টিনে রামেক হাসপাতালের এক নার্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
হোম কোয়ারেন্টিনে রামেক হাসপাতালের এক নার্স

রাজশাহী: শরীরে জ্বর থাকায় করোনাভাইরাস সন্দেহে শনিবার (২১ মার্চ) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের একজন নার্সকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। রামেক হাসপাতালে এখনও কিট সরবরাহ না থাকায় চিকিৎসকেরা তার নমুনা সংগ্রহ করতে পারেননি।

রাজধানী ঢাকা থেকে বাসে ফেরার সময় তিনি ইতালি থেকে আসা এক প্রবাসীর সহযাত্রী ছিলেন। রাজশাহীতে বাড়ি ফিরেই তার শরীরে জ্বর আসে।

এ জন্য তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ওই নার্সকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছিল। কিন্তু পরে তিনি নিজের ইচ্ছায় বাড়িতে ‘কোয়ারেন্টিনে’ চলে যান।

হাসপাতালের উপ-পরিচালক আরও বলেন, এই রোগীর শরীরে হামের মতো দানা দানা কিছু দেখা গেছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শরীরে এ রকম হয় না। তারপরও সতর্কতার জন্য তাকে আইসোলেশনে পাঠানো হয়।

ডা. সাইফুল ফেরদৌস আরও বলেন, তাকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইসিডিআর) হটলাইন নম্বর দেওয়া হয়েছে। এছাড়াও আইইডিসিআরে ফোন করে বলে দেওয়া হয়েছে। তারাই এই রোগীর সঙ্গে যোগাযোগ করবে। আর রাজশাহীতে পরীক্ষার জন্য শিগগিরই কিট আনার প্রক্রিয়া চলছে। কিট চলে এলে রাজশাহীতেই পরীক্ষা করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।