সোমবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে বেড়া উপজেলার বাঁধেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী ত্রাণের চাল দুস্থদের মধ্যে বিতরণ না করে অসৎ উদ্দেশে বাঁধেরহাট এলাকায় নিজস্ব গোডাউনে মজুত করেছেন-এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় র্যাবের সদস্যরা।
এসময় গোডাউন থেকে ২২৯ বস্তা সরকারি চালসহ ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে হাতে নাতে আটক করা হয়।
এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
আরএ