ঢাকা, শনিবার, ১৯ মাঘ ১৪৩১, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১ শাবান ১৪৪৬

জাতীয়

ত্রাণের চাল ওজনে কম দেওয়ায় কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
ত্রাণের চাল ওজনে কম দেওয়ায় কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে কামরুজ্জামান নামে এক জেলা পরিষদের সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কটিয়াদী উপজেলার ধুলদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) জেলা পরিষদ থেকে কটিয়াদী উপজেলায় ৪৫০ জনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বরাদ্দ করা ত্রাণসামগ্রীর মধ্যে প্রত্যেককে দশ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, দু'টি সাবান ও একটি মাস্ক দেওয়ার কথা। কিন্তু ১০ কেজি চালের মধ্যে প্রতি প্যাকেটে এক থেকে দুই কেজি করে কম দেওয়া হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর তদন্ত করে সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়। এ ব্যাপারে কটিয়াদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম বাদী হয়ে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলানিউজকে জানান, এ ব্যাপারে কটিয়াদীর পিআইও আব্দুল আলীম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় কামরুজ্জামান জামানকে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।