ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভ্যানচালকের বাড়ি থেকে ৩১ বস্তা চাল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
ভ্যানচালকের বাড়ি থেকে ৩১ বস্তা চাল উদ্ধার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের এক ভ্যানচালকের বাড়ি থেকে ৩১টি বস্তায় ১৫৫০ কেজি সরকারি চাউল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভ্যানচালক আব্দুল জলিল পালিয়ে যান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সরকারি চাল সন্দেহে এসব চাল উদ্ধার করা হয়। উদ্ধার করে ৫০ কেজি ওজনের ৩১টি বস্তা নাগেশ্বরী থানায় রাখা হয়েছে।

কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক কফিল উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভিতরবন্দের ওই ভ্যানচালকের বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। সন্দেহ করা হচ্ছে এগুলো সরকারি চাল। তবে কৌশল করে বস্তা পাল্টানো হয়েছে।  

ভ্যানচালকের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, মন্তাজ নামে এক ব্যবসায়ী ভ্যানচালকের বাড়িতে চালগুলো রাখেছেন। এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।