ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে রেশনের চাল বিতরণ করলেন ফায়ার সার্ভিস কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
বরিশালে রেশনের চাল বিতরণ করলেন ফায়ার সার্ভিস কর্মীরা .

বরিশাল: নিজেদের এপ্রিল মাসের রেশনের মোট ৪৪০ কেজি চাল ও নিজেদের অর্থ কেনা ৮০ কেজি আলু দরিদ্র অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছেন বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৭ এপ্রিল) সকালে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবদুস ছালাম বাংলানিউজকে জানান, তার স্টেশনে কর্মকর্তা-কর্মচারী মিলে মোট ২২ জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন।

তাদের এপ্রিল মাসের রেশনের ৪৪০ কেজি চাল ও নিজেদের অর্থ কেনা ৮০ কেজি আলু দরিদ্র অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. মহিদুল আলম বাংলানিউজকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে কিছুটা তৃপ্তি অনুভব করছি।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।