মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে রাসিকের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মধ্যে সবুজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঝকঝকে-তকতকে শহর রাজশাহী।
রাজশাহী মহানগরীর সড়কগুলোর আইল্যান্ডে বাহারি রঙের ফুল এ শহরের সৌন্দর্য্য বাড়িয়েছে কয়েকগুণ।
রাজশাহী সিটি করপোরেশনের নিবিড় পরিচর্যায় সড়কের আইল্যান্ড সবুজে আচ্ছাদিত হয়েছে, বাহারি ফুল ছড়িয়েছে অনন্য সৌন্দর্য্য। কিন্তু লক্ষ্য করা হচ্ছে, কিছু অসাধু ব্যক্তি বিশেষ করে ভোরে ও সন্ধ্যার আগ মুহূর্তে রাস্তায় মানুষের উপস্থিতি কম থাকায় সুযোগে কারণে ও অকারণে ফুল ছিড়ে ফেলছেন। এতে করে শহরের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। তাই সড়কের আইল্যান্ডের ফুল না ছিড়তে সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিটি মেয়র লিটন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসএস/ওএইচ/