ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিটিভির মহাপরিচালক করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, মে ৪, ২০২০
বিটিভির মহাপরিচালক করোনায় আক্রান্ত হারুন-অর-রশীদ

ঢাকা: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হারুন-অর-রশীদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

শনিবার (২ মে) রাতে হারুন-অর-রশীদ ও তার স্ত্রীর করোনা পরীক্ষায় পজিটিভের বিষয়টি জানায় আইইডিসিআর।

তবে বর্তমানে তারা সুস্থ্য আছেন।

তাদের শারীরিক কোনো জটিলতা নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

রোববার (০৩ মে) রাতে হারুন-অর-রশীদ নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা উপসর্গ থাকায় তারা পরীক্ষা করিয়েছেন। পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে শনিবার রাতে জানানো হয়। তবে তার মেয়ের নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাননি।

বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, মে ০৪, ২০২০
পিএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।