মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোরশেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সর্বশেষ ৭৩ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল।
সাত উপজেলায় আক্রান্তদের মধ্যে মহাদেবপুরে ছয়জন, রাণীনগরে সাতজন, নিয়ামতপুরে আটজন, সাপাহারে সাতজন, পত্নীতলায় দু’জন, ধামুইরহাটে একজন ও বদলগাছী উপজেলায় একজন। আক্রান্তদের স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে পত্নীতলা থানার পরিদর্শক (ওসি), পরিদর্শক (তদন্ত), মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
আক্রান্তরা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোরশেদ।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ০৫, ২০২০
এসআরএস