বুধবার (১৩ মে) চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) এক প্রেস বিজ্ঞতিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সমীর কুমার সাহা ও ঢাকা শিশু হাসপাতালের চাইল্ড রিসার্চ ফাউন্ডেশনের গবেষক ডা. সেঁজুতি সাহা যৌথভাবে এ গবেষণার নেতৃত্ব দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ থেকে এই প্রথম কোনো নভেল ভাইরাসের জিনোম সিকোয়েন্স জমা দেওয়া হলো। নিয়ম অনুযায়ী ভাইরাসটির জিনোম সিকোয়েন্স সম্পন্ন করার পর এই তথ্য-উপাত্ত গ্লোবাল ডাটাবেজে জমা দেওয়া থাকে। এই জিনোম সিকোয়েন্সের তথ্য-উপাত্ত খুব শিগগিরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিএইচআরএফ-কে এ কাজ সম্পন্ন করতে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও চ্যান জুকারবার্গ বায়োহাব ইনিশিয়েটিভ সার্বিক সহযোগিতা করেছে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ১৩, ২০২০
পিএস/এইচজে