শুক্রবার (২২ মে) দুপুরে মহাসড়কের একপাশের সড়কের একটি লেন দখল করে অস্থায়ী দোকান বসান হকাররা।
সরেজমিনে দেখা যায়, দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলতে বারবার বলা হলেও চিটাগাং রোড মোড়ে মহাসড়কের পাশে গড়ে উঠা ফুটপাতে হকারদের অস্থায়ী মার্কেটে মানা হচ্ছে না কোনো দূরত্ব।
![না’গঞ্জে মহাসড়কের পাশে ফুটপাতে ক্রেতাদের ভিড়। ছবি: বাংলানিউজ](https://www.banglanews24.com/media/imgAll/2020May/bg/ngong20200522132854.jpg)
করিমুল হাসান নামে একজন ক্রেতা জানান, তিনি মূলত ঈদের জন্য তার সন্তানকে দিতে জামা কাপড় কিনতে এসেছেন। পাশাপাশি ইফতারির জন্য এখান থেকে কিছু ফলও কিনে নিয়ে যাবেন। করোনায় আক্রান্তের ঝুঁকি থাকলেও ঈদকে কেন্দ্র করে তিনি বের হয়েছেন বলেও জানান।
ফুটপাতের অস্থায়ী মার্কেটের দোকানী রাজ বাংলানিউজকে বলেন, এখানে তো দোকান নিয়ে বিক্রি না করলে ঈদের পর না খেয়ে মরতে হবে। রমজানের আগেই ঘর ভাড়াও জমে গিয়েছিল। এখানে দোকান করে পরিশোধ করতে পেরেছি। ঈদের আগে বিক্রি করে কিছু সঞ্চয় করে রাখছি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২২, ২০২০
আরআইএস/