ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুন ৪, ২০২০
টাঙ্গাইলে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে বজ্রপাতে অনিক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ইউনিয়নের ধরেরবাড়ী গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।  

অনিক ওই এলাকার মো. আইয়ুব মিয়ার ছেলে ও ধরেরবাড়ী হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

বাঘিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আব্দুল হক বাংলানিউজকে জানান, বাড়ির পাশে ধান ক্ষেতে মা-বাবার সঙ্গে খড় গোছাচ্ছিল কিশোর অনিক। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হয় কিশোর। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাদ এশা নিজ বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।   

** হবিগঞ্জে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু
** জয়পুরহাটে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু 

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।