এর মধ্যে পাঁচজনই রাজশাহী সিটি করপোরেশন এলাকার অধিবাসী। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার ও হাসপাতাল উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাদের দেওয়া তথ্যমতে রামেক হাসপাতালের ল্যাবে এ দিন সাতজনের করোনা পজিটিভ হয়েছে। আর মেডিক্যাল কলেজের ল্যাবে শনাক্ত হয়েছেন পাঁচজন।
রামেক হাসপাতালের ল্যাবে এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। রিপোর্ট হয়েছে ৮৭টি নমুনার। আর কলেজে দুই শিফটে ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৩৯টি। ত্রুটি থাকায় অন্যগুলো বাতিল হয়েছে।
রামেক হাসপাতালের ল্যাবে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীদের মধ্যে রাজশাহী মহানগরীর আলমের মোড় এলাকায় রয়েছেন ২০ বছরের একজন যুবতী ও তার ভাবি। যার বয়স ৩৬ বছর, খড়বোনা নদীর ধার এলাকায় আক্রান্তের বয়স ১৮ বছর। বাঘা উপজেলায় আক্রান্ত পুরুষের বয়ষ ৫৩ বছর, মোহনপুরে আক্রান্তের বয়স ২৮ বছর ও ৫২ বছর। এছাড়া রামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রোগীর বয়স ৫৩ বছর। তার বাড়ি পাশের নওগাঁ জেলায়।
এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার রোগীর বয়ষ ৪৫ এবং ৪৯। আর পবা উপজেলার ৩৫ বছর। এই ল্যাবে শনাক্ত হওয়া অপর দু‘জন নাটোর জেলার অধিবাসী।
রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর জেলা ও মহানগর মিলিয়ে আজ পর্যন্ত মোট ৮৬ জন কোভিড-১৯ সংক্রমিত রোগী হিসেবে শনাক্ত হলেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন। এছাড়া কোভিড-১৯ রোগী শনাক্তের পর এক পুলিশ উপপরিদর্শকসহ তিনজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।
বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এসএস/এমকেআর