ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

সরকার যে দায়িত্ব দেবে, আমরা তা গর্বের সঙ্গে পালন করবো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুন ১১, ২০২০
সরকার যে দায়িত্ব দেবে, আমরা তা গর্বের সঙ্গে পালন করবো

সাতক্ষীরা: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, আমরা প্রস্তুত আছি। সরকার বাঁধ নির্মাণসহ যে দায়িত্ব আমাদের দেবে, আমরা গর্বের সেঙ্গ সেই দায়িত্ব পালন করবো।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।  

সেনাবাহিনী প্রধান বলেন, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষকে সেনাবাহিনীর পক্ষ থেকে সাধ্যমতো ত্রাণ ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

এ পর্যন্ত ৪৬০টি ঘর সংস্কার করাসহ ১০ হাজার পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে।  

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনী সারা দেশে মাসব্যাপী গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে।  

জেনারেল আজিজ আহমেদ বলেন, আমাদের ১৬টি ভ্রাম্যমাণ পানির প্লান্ট রয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় দেওয়া হয়েছে তিনটি। প্রয়োজনে বাকি ১৩টিও দেওয়া হবে।  

ভাঙনকবলিত বাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ ব্যাপারে আন্তরিক। সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রাথমিকভাবে ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয় বেড়িবাঁধ সমস্যার স্থায়ী সমাধানের পরিকল্পনা করছে।  

স্থানীয়দের দাবি টেকসই বাঁধ নির্মাণের কাজ সেনাবাহিনীর মাধ্যমে করা হোক- এ বিষয়ে সেনাবাহিনীর অবস্থান কী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেনারেল আজিজ আহমেদ বলেন, আমরা প্রস্তুত এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা এ কথাই বলেছি।  

পরে সেনাবাহিনী প্রধান সাতক্ষীরা ও খুলনায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা হন।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।