রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তির নাম ড. মো. শহীদুল্লাহ (৫৫)।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তার মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা মরদেহ দাফনের ব্যবস্থা করবে।
এর আগে শুক্রবার (১৯ জুন) দিনগত রাত সোয়া ১২টার দিকে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও একজনের মৃত্যু হয়।
তার নাম হাফিজুর রহমান (৪৭)। তার বাড়ি পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামে। বাবার নাম মৃত জনাব আলী। হাফিজুর স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তিনি রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। প্রথমে তার করোনা উপসর্গ থাকার কথা বলা হলেও এখন হাসপাতাল উপপরিচালক বলছেন করোনা আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর সনদেও 'করোনায় মৃত্যু' লেখা হয়েছে বলে উল্লেখ করেন রামেক হাসপাতাল উপপরিচালক।
রাজশাহীতে এ নিয়ে করোনায় চারজনের প্রাণ গেল। আর পাবনায় মৃতের সংখ্যা হলো ৬।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ২০, ২০২০
এসএস/এমএমএস