ঢাকা: জার্মান প্রবাসী আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শনিবার (২৭ জুন) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আনোয়ারুল ইসলাম রতন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে বিগত সব আন্দোলন-সংগ্রামে জার্মানিতে দলের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
জার্মানিতে বাংলাদেশি কমিউনিটি প্রতিষ্ঠায়ও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়া সেখানে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার এ অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
** জার্মান প্রবাসী আ’লীগের সাবেক সভাপতি রতন আর নেই
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুন ২৭, ২০২০
ডিএন/আরআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।