মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট রোববার (১২ জুলাই) এক প্রতিবেদনে জানায়, পুলিশ মহাপরিদর্শক আব্দুল হামিদ বাবর বলেছেন, বাংলাদেশি নাগরিক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। তাকে এখন মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে।
সম্প্রতি আল জাজিরা টিভির একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান কবির। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সরকারের নেওয়া পদক্ষেপে সেখানের অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই প্রতিবেদন প্রকাশের পর রায়হান কবিরকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
টিআর/এএ