ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
সিলেটে ‌‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সিলেট: সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল মুন্না (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দিনগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

 নিহত মুন্না উপজেলার গঙ্গারজল ইউনিয়নের খাদিমান গ্রামের ইয়াছিন আলীর ছেলে।  

স্থানীয় সূত্র জানায়, আগের দিন মুন্নাকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ। পরে তাকে থানাহাজতে রাখা হয়।  

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বাংলানিউজকে জানান, রোববার রাতে মুন্নাকে নিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন তার সঙ্গীরা। আত্মরক্ষার্থে পুলিশের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ সময় হাতকড়াসহ মুন্না পালানোর চেষ্টা করলে তিনি গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যও আহত হন। একপর্যায়ে উভয়ের গোলাগুলি বন্ধ হলে মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান বাংলানিউজকে জানান, নিহত মুন্না একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে ১২ মামলা রয়েছে। ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থলে তল্লাশি করে ৮শ পিস ইয়াবা, একটি দেশীয় পাইপগান ও পাঁচটি গুলির খোসা জব্দ করা হয়েছে।  

এছাড়া এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০/আপডেট: ১১২৪ ঘণ্টা,
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।