ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শেরপুরে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
শেরপুরে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু শেরপুর

শেরপুর: শেরপুরে নানার বাড়ি বেড়াতে পানিতে ডুবে নাফিজা (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাফিজা শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের নুরুল ইসলামের মেয়ে।  

জানা যায়, ঈদে বাবা-মার সঙ্গে নানা নুর মোহাম্মদের বাড়ি বেড়াতে এসে অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বিকেল নালিতাবাড়ি উপজেলার সমশ্চুড়া এলাকায় বজ্রপাতে জিয়াউর রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। জিয়াউর রহমান ওই গ্রামের দুদু মিয়ার ছেলে।  

স্থানীয় বাসিন্দারা জানান, জিয়াউর রহমান বিকেল ৪টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতরভাবে আহত হন। আহত জিয়াউর রহমানকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক ও নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।