ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাল্য বিবাহ পণ্ড, বরের বাবাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
বাল্য বিবাহ পণ্ড, বরের বাবাকে জরিমানা

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার বড় বৈৎসব গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছে গ্রামবাসী।  

পরে সোমবার (০৩ আগস্ট) দিবাগত রাতে বরের অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

জানা গেছে, কনে উপজেলার চাখার ওয়াজেদিয়া মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। বর একই উপজেলার জম্বুদ্বীপ গ্রামের আনোয়ার শরীফের ছেলে মুন্না (২০)।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মেয়ের নানা বাড়িতে উভয় পক্ষ উপস্থিত হয়ে বিয়ের রেজিস্ট্রি করছিল। বিষয়টি গ্রামবাসী জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে পুলিশ বর-কনেসহ তাদের অভিভাবকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদিদ জানান, বরের অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বর ও কনের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা রাখা হয় উভয়ের অভিভাবকের কাছ থেকে।

বাংলাদেশ সময়: ০৪০১ ঘন্টা, আগস্ট ০৪, ২০২০
এমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।