ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৫ লঞ্চকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
বরিশালে ৫ লঞ্চকে জরিমানা

বরিশাল: বরিশাল-ভোলা রুটে চলাচলকারী ৫টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি এ সময় মাস্ক না থাকায় ১৭ যাত্রীকেও জরিমানা করা হয়।

 

নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হাসানের নেতৃত্বে সোমবার (০৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।  

অভিযানে বরিশাল সদর নৌ থানা ও কোতয়ালি মডেল থানা কোস্টগার্ড সদস্যদের সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হাসান জানান, নৌপথে চলাচলকারী লঞ্চের ফিটনেস ও চালকের সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র ও যন্ত্রাংশ না থাকাসহ বিভিন্ন কারণে ওই ৫টি লঞ্চ থেকে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।