ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রেলের অতিরিক্ত সচিব মাহবুব কবির ওএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
রেলের অতিরিক্ত সচিব মাহবুব কবির ওএসডি মাহবুব কবির মিলন

ঢাকা: রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব কবির মিলনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে সরকার।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান থেকে গত ২৫ মার্চ রেলপথ মন্ত্রণালয়ে বদলি হন মাহবুব কবির। রেলপথ মন্ত্রণালয়ে যোগ দিয়ে রেলের সংস্কারে বেশকিছু পদক্ষেপ নেন তিনি।

ওএসডি হওয়ার পর ফেসবুকে তিনি লিখেছেন—‘ওএসডি হলাম’। রেলের সংস্কার নিয়ে নিয়মিত লেখালেখি করায় ফেসবুকে তার ফলোয়ারও অনেক।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।