ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নির্মাণাধীন বহুতল ভবনের কাজ দ্রুত শেষ করার তাগিদ লিটনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
নির্মাণাধীন বহুতল ভবনের কাজ দ্রুত শেষ করার তাগিদ লিটনের সভা/ছবি: বাংলানিউজ

রাজশাহী: পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন বহুতল ভবনের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মহানগরে নির্মাণাধীন বহুতল ভবনগুলোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় রাসিকের নির্মাণাধীন ১৬ তলা ‘সিটি সেন্টার’, আটতলা ‘স্বপ্নচূড়া প্লাজা’ ও আটতলা ‘দারুচিনি প্লাজা’সহ অন্যান্য ভবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় মেয়র নির্মাতা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যেই বহুতল ভবনগুলোর নির্মাণ কাজ শেষ করার তাগিদ দেন।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূরে-ই-সাঈদ, বহুতল ভবন নির্মাতা প্রতিষ্ঠানের  ফরিদ উদ্দিন, রুহুল আমিন, আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।