ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবসে বাসদের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবসে বাসদের শ্রদ্ধাঞ্জলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

ঢাকা: বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবসে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, বাংলা ভাষা-সাহিত্যের অনেক কিছুরই তিনি প্রথম রূপকার।

তার মাধ্যমেই বাংলা সাহিত্যের নতুন যুগের সৃষ্টি হয়েছে। ছোট গল্পের জনক, বাংলা গদ্যেরও আধুনিকায়নের রূপকার তিনি। বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। দেশজ শিক্ষার বিকাশে তিনি শান্তি নিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তুলেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। রবীন্দ্রনাথ ছিলেন মানবতার কবি।

তিনি আরো জানান, বিশ্বব্যাপী এই করোনা মহামারিকালে কবিগুরুর মানবতার বাণী মানুষকে ধৈর্যশীল করে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই রবীন্দ্র সাহিত্য চর্চার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এমএমআই/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।