ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
লালমনিরহাটে ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটে আব্দুল মতিন (৪০) নামে এক ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে লালমনিরহাট শহরের বানভাসা মোড়ে শ্বশুরালয়ে নিজ শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ফেরিওয়ালা আব্দুল মতিন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ঢডগাছ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, লালমনিরহাট শহরের বানভাসা মোড়ে শ্বশুরালয়ে বসবাস করতেন আব্দুল মতিন। স্ত্রী সন্তান নিয়ে চট্টগ্রামে কাজ করলেও ঈদে বাড়ি ফেরেন তারা। সাম্প্রতি সময় শ্বশুর বাড়ি থেকে পরিবার পরিজন নিজ বাড়িতে নেওয়ার চেষ্টা করেন মতিন। কিন্তু স্ত্রী এতে রাজি ছিলেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিল। এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে সবার অগোচরে নিজ ঘরে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন।

বিকেল গড়িয়ে গেলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মাহফুজ আলম।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।