ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ছবিতে নৌকার কারিগরদের ব্যস্ততা

দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
ছবিতে নৌকার কারিগরদের ব্যস্ততা .নৌকা তৈরি করছেন কারিগররা

ঢাকা: প্রতি বর্ষাকালের শুরুতেই দেশের বিভিন্ন জেলায় নতুন নৌকা বানানো ও বিক্রির ধুম পড়ে যায়। একইসঙ্গে বেড়ে নৌকা তৈরির কারিগরদের ব্যস্ততা।

তারা নতুন নৌকা বানাতে দিন-রাত পরিশ্রম করে থাকেন। বর্তমানে কাঠ ও লোহাসহ নৌকা তৈরির উপকরণের দাম বেড়ে গেছে। কিন্তু সে তুলনায় হাটগুলোতে ক্রেতাদের কাছে নৌকার দাম বাড়েনি বলে জানালেন মুন্সিগঞ্জ জেলার কারিগররা।  

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ ইউনিয়নের নৌকার কারিগর লুৎফর সরকার বাংলানিউজকে বলেন, বাপ-দাদার দীর্ঘদিনের পেশাটা ধরে রেখেছি। বিভিন্ন জেলা থেকে নৌকা বানানো অর্ডার পাচ্ছি। একটা নৌকা বানাতে আমার ৮ থেকে ১০ দিন লাগে। কিন্তু বর্তমান বাজারে নৌকা বানানোর উপকরণের যা দাম। তাতে ডিঙি নৌকা বানিয়ে যে টাকা আয় করি, তা দিয়ে সংসার চালানোর খরচ, ছেলে-মেয়েদের লেখাপড়া করাতে হিমশিম খেতে হচ্ছে।  

ইছাপুরার ফজল মিয়া বাংলানিউজকে বলেন, আমার দুই মেয়ে আর একটা ছেলে। লেখাপড়ার ফাঁকে ফাঁকে তাদেরকেও নৌকা বানানো কাজ শেখাচ্ছি। যাতে আমার কাজে সহযোগিতা করতে পারে। তাছাড়া তারাও শিল্পটাকে ধরে রাখতে পারবে।  

নৌকা তৈরির জন্য কাঠ প্রস্তুত করছেন একজন কারিগর

নৌকা তৈরির জন্য কাঠ প্রস্তুত করছেন একজন কারিগর

নৌকার মাচায় লোহা ঠুকছেন কারিগররা

নৌকার মাচায় লোহা ঠুকছেন কারিগররা

কেনার সময় নৌকার কাঠ দেখছেন একজন ক্রেতা

কেনার সময় নৌকার কাঠ দেখছেন একজন ক্রেতা

নৌকার দরদাম করছেন ক্রেতা-কারিগররা

নৌকার দরদাম করছেন ক্রেতা-কারিগররা

বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে নতুন নৌকা

বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে নতুন নৌকা

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।