রাজশাহী: রাজশাহীতে নতুন করে আরও ৪০ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।
রোববার (০৯ আগস্ট) রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।
রাজশাহী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার রামেকের ল্যাবে কেবল রাজশাহীর ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়।
এদের মধ্যে ১২ জন রামেকে নমুনা দিয়েছিলেন। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকার সাতজন এবং রাজশাহীর পুঠিয়ার দুইজন, পবার ছয়জন, মোহনপুরের চারজন, বাঘার সাতজন ও বাগমারা উপজেলায় দুইজনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, রাজশাহীতে আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮৪১ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ২৯ জন।
বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এসএস/এমআরএ