ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোর শিশু উন্নয়নকেন্দ্রে ২ গ্রুপের সংঘর্ষ, প্রাণ গেলো ৩ কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
যশোর শিশু উন্নয়নকেন্দ্রে ২ গ্রুপের সংঘর্ষ, প্রাণ গেলো ৩ কিশোরের

যশোর: যশোর শিশু উন্নয়নকেন্দ্রে ‘বন্দি কিশোর অপরাধীদের’ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে যশোর শহরতলীর পুলেরহাটে অবস্থিত ওই কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  পরে সন্ধ্যা ৭টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো, খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮), বগুড়া জেলার শেরপুর থানার মহিপুর গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন এবং রবিউল গ্রুপের বগুড়া জেলার শিবগঞ্জ থানার তালিপপুর পূর্বপাড়ার নানু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শিশু উন্নয়নকেন্দ্রের অভ্যন্তরে পাভেল গ্রুপ ও রবিউল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত চলছে। নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে, ২০১৪ সালে আকাশ (১২) নামে এক শিশুকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যার ঘটনা ঘটে। এছাড়াও ২০০৭ সালে সুজন নামে এক কিশোর খুন হয়। এছাড়াও বিভিন্ন সময়ে অসংখ্য বন্দি পালানোর নজির রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।