ঢাকা, শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

পরিবর্তন আসছে রাসিকের বর্জ্য ব্যবস্থাপনায়, নির্মাণ হবে এসটিএস 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
পরিবর্তন আসছে রাসিকের বর্জ্য ব্যবস্থাপনায়, নির্মাণ হবে এসটিএস 

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্জ্য ব্যবস্থাপনায় আসছে পরিবর্তন। এ ব্যবস্থাপনা আরো আধুনিকায়ন করতে রাসিকের পক্ষ থেকে মহানগরে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এজন্য মহানগরীর বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  

বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মেয়র।

প্রথমে ভেরিপাড়া এলাকার জায়গা পরিদর্শন করেন সিটি মেয়র লিটন। এরপর মহানগরের আরও বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন তিনি। ভেরিপাড়া এলাকায় পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাসিকের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার উপস্থিত ছিলেন।

এসময় জানানো হয়, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৩০টি এসটিএস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১২টি এসটিএস নির্মাণে স্থান নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ের প্রথম ধাপে ৪/৫টি এসটিএস নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে রাসিক।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।